Wednesday, October 14, 2015

Monday, September 14, 2015

চালু হচ্ছে হোয়াটসঅ্যাপের ওয়েব সংস্করণ

জনপ্রিয়তার দিক দিয়ে শীর্ষে থাকা এবং বাংলাদেশে বর্তমানে ব্লক থাকা মেসেজিং সেবা হোয়াটসঅ্যাপ ওয়েবের জন্য একটি নতুন সংস্করণ নিয়ে কাজ করছে এমন খবর আমরা আগেই জানিয়েছি। পুরনো একটি সংস্করণের কোড ঘেঁটে ডেভেলপাররা খুঁজে পেয়েছেন হোয়াটসঅ্যাপ ওয়েব সংস্করণের বিভিন্ন রেফারেন্স। এমনকি ওয়েব সংস্করণের লিংকও খুঁজে পাওয়া গেছে। কিন্তু সে সময় লিংকে ভিজিট করলে কেবলই সাইন-ইন করার অপশন আসতো।
কিন্তু সম্প্রতি ব্যবহারকারীর চোখে পড়েছে হোয়াটসঅ্যাপ ওয়েবের নতুন রূপ। web.whatsapp.comঠিকানায় গেলে ব্যবহারকারীরা দেখতে পাচ্ছেন কিউআর কোডের মাধ্যমে লগইন করার সুবিধা। হোয়াটসঅ্যাপ নতুন এই পেজের নিচে নির্দেশনায় লিখেছে, হোয়াটসঅ্যাপের সর্বশেষ সংস্করণ থেকে মেনুতে গেলেই হোয়াটসঅ্যাপ ওয়েব অপশনটি পাওয়া যাবে, যেখান থেকে কিউআর কোডের মাধ্যমে ভেরিফাই করে লগইন করা যাবে হোয়াটসঅ্যাপ ওয়েবে।

তবে একাধিক সূত্র জানিয়েছে, এখনও হোয়াটসঅ্যাপের সর্বশেষ সংস্করণ ব্যবহার করেও হোয়াটসঅ্যাপ ওয়েবে লগইন করা যাচ্ছে না। তাই ধারণা করা হচ্ছে, এখনও পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে হোয়াটসঅ্যাপের নতুন এই সেবা। তবে এটি চালু হয়ে গেলে ব্যবহারকারীদের মধ্যে তা বেশ সাড়া ফেলবে, তা বলার অপেক্ষা রাখে না।
ওয়েব সংস্করণের পাশাপাশি প্রতিদ্বন্দ্বী মেসেজিং সেবাগুলোর সঙ্গে পাল্লা দিতেই যেন ভয়েস কলিং সুবিধা নিয়েও কাজ করছে হোয়াটসঅ্যাপ। এ বছরের শুরুর দিকেই হোয়াটসঅ্যাপে ভয়েস কলিং সুবিধা চালু হওয়ার কথা রয়েছে। অনেকেই ধারণা করছেন, হোয়াটসঅ্যাপের নতুন সংস্করণে একইসঙ্গে ভয়েস কলিং ও ওয়েব সংস্করণ ব্যবহারের সুবিধাও আসতে পারে, যা হোয়াটসঅ্যাপকে নিয়ে যাবে নতুন এক উচ্চতায়।
হোয়াটসঅ্যাপ ওয়েব সংস্করণ চালু হলে আপনি উপকৃত হবেন কি? নাকি হোয়াটসঅ্যাপ কেবল ফোনে মেসেজিং-এর জন্যই ভালো বলে মনে করেন?

অ্যান্ড্রয়েড ৫.১-এর আনুষ্ঠানিক ঘোষণা দিলো গুগল

অ্যান্ড্রয়েড ৫.১ ললিপপ আপডেট নিয়ে ইতিমধ্যেই অনেক সূত্র নিশ্চিত করেছে। বিশেষ করে ইন্দোনেশিয়ার বাজারে অ্যান্ড্রয়েড ওয়ান ফোনগুলোর মাধ্যমে অ্যান্ড্রয়েড ৫.১ এর বিষয়টি নজর কেড়েছে বিশ্বব্যাপী সব অ্যান্ড্রয়েডপ্রেমীদের। সাধারণত অ্যান্ড্রয়েডের নতুন সংস্করণ উন্মুক্ত হওয়ার আগে বিভিন্ন গুজব ছড়ালেও সম্ভবত এবারই প্রথম আনুষ্ঠানিক ঘোষণার আগেই নিশ্চিত হওয়া গেছে অ্যান্ড্রয়েড ৫.১ ললিপপ এর অস্তিত্ব।
তবে গুগল সম্প্রতি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে নতুন অ্যান্ড্রয়েড আপডেটের। প্রতিষ্ঠানটি তাদের একটি ব্লগ পোস্টে জানিয়েছে, পারফরম্যান্স ইমপ্রুভমেন্ট, স্ট্যাবিলিটি ও নতুন কিছু সুবিধা নিয়েই উন্মুক্ত হতে যাচ্ছে অ্যান্ড্রয়েড ৫.১ ললিপপ।
অ্যান্ড্রয়েড ৫.১-এর নতুন সুবিধাগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ডিভাইস প্রোটেকশন। এর ফলে আপনার অ্যান্ড্রয়েড ডিভাইস হারিয়ে বা চুরি হয়ে গেলে গুগল অ্যাকাউন্টে লগইন না করে তা আর ব্যবহার করা যাবে না। এমনকি ফ্যাক্টরি রিসেট করলেও গুগল অ্যাকাউন্টে লগইন না করে ডিভাইসটি আর ব্যবহার করা যাবে না।
এর পাশাপাশি এইচডি ভয়েস সুবিধাও যোগ করা হয়েছে অ্যান্ড্রয়েড ৫.১ ললিপপ আপডেটে। তবে এই সুবিধাটি কেবল নির্দিষ্ট ক্যারিয়ারে উপভোগ করতে পারবেন ব্যবহারকারীরা। যেমন যুক্তরাষ্ট্রের টি-মোবাইল ও ভেরিজনের নেটওয়ার্কে এই সুবিধা রয়েছে। তাছাড়া ফোনের হার্ডওয়্যারও এইচডি ভয়েসের জন্য উপযোগী হতে হবে।
ঠিক কবে আনুষ্ঠানিকভাবে অ্যান্ড্রয়েড ৫.১ ললিপপ আপডেট মুক্তি দেয়া হবে সে সম্পর্কে গুগল কিছু না জানালেও নেক্সাস ডিভাইসগুলোতে আজ থেকেই অ্যান্ড্রয়েড ৫.১ আসতে শুরু করবে বলে জানিয়েছে একাধিক সূত্র।

Unlock Code All Network


Samsung All Country Unlock By Mamun Telecom



                           Hello All GSM friends

                                          ----------------------------
                                              MANUM TELECOM
                139 BRICHITRA ELECTORNIC , SHAPTAPADI MARKET 


                                SAT MATHA , BOGRA,BANGLADESH

                                         Yahoo ID: mamun_bogra136@yahoo.com


                                Gmail ID :mamunbogra136@gmail.com

                                         
                                         viber:+8801912208136 


                                         whats app: +8801912208136                                            



                Phone Number: +8801912208136 



                                         website: http://mamuntelecomplus.blogspot.com/

                                         
                Facebook: https://www.facebook.com/mamuntelecombogra